গাজায় ফের ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন।
নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য, তিন শিশু ও একজন সাবেক ফুটবলার রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত গাজা জুড়ে একাধিক স্থানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়। বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলায় এক পরিবারের ছয়জন, আশ্রয়কেন্দ্রের কাছে চারজন এবং তাল আল-হাওয়ায় কাঠ সংগ্রহকারী দুইজন প্রাণ হারান।
খান ইউনিস ও আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে হামলায় আরও ছয়জন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু। এছাড়া গাজার উপকূলীয় অঞ্চলসহ রাফাহ ও মাগাজি শরণার্থী শিবিরেও গোলাগুলির খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৮১০ জন ছাড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ।
উল্লেখ্য, জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ থেকে আবারও হামলা শুরু করে ইসরাইল। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই দফায় প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১১৮ বার পড়া হয়েছে