জাতীয়
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ পরীক্ষামূলকভাবে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক-এর সেবা চালু হচ্ছে আজ।
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু

স্টাফ রিপোর্টার
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ পরীক্ষামূলকভাবে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক-এর সেবা চালু হচ্ছে আজ।
বিজনেস সামিটের তৃতীয় দিনে এ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্মেলনে অংশগ্রহণকারীরা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমেই ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে। স্টারলিংকের এ সেবা চালুর মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। তবে পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা চালুর জন্য প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন নিতে হবে।
উল্লেখ্য, চলতি বছর দক্ষিণ এশিয়ায় প্রথমবার স্টারলিংকের বাণিজ্যিক সেবা চালু হয় ভুটানে। এবার বাংলাদেশে শুরু হলো এর পরীক্ষামূলক সংযোগ।
১৩৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর