সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে মঙ্গলবার সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেলের আরোহী প্রাণ হারিয়েছেন এবং অপর মোটরসাইকেলে থাকা তিনজনসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন।

মৃতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮) এবং একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। আহতদের মধ্যে রয়েছেন, সাজু, হোসাইন (১৯), সামাউল (১৯) এবং সিয়াম (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মোট ছয়জন খালিশপুর থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন দুটি মোটরসাইকেলে। এসময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এর ফলে ঘটনাস্থলেই রাজা ও বিধান নিহত হন, এবং আহতদের দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দুর্ঘটনার বিষয়ে আরও তদন্তের কথা জানান। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন