সর্বশেষ

খেলা

প্রথমবারের মতো টেস্ট দলে তানজিম হাসান, তাসকিন ছিটকে পড়েছেন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ম্যাচের এই সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। অন্যদিকে চোটের কারণে দলে নেই নিয়মিত পেসার তাসকিন আহমেদ।

তাসকিনের অনুপস্থিতিতে স্কোয়াডে জায়গা ফিরে পেয়েছেন খালেদ আহমেদ। পেস আক্রমণে তাঁর সঙ্গে আরও থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও নতুন মুখ তানজিম হাসান। স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

চোট থেকে সেরে ওঠায় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। অন্যদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ায় দলের বাইরে রয়েছেন লিটন দাস। তাঁর অনুপস্থিতিতে উইকেটকিপার হিসেবে আছেন জাকের আলী ও মাহিদুল ইসলাম অঞ্জন।

তাসকিন আহমেদের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, “বাঁ পায়ের একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন পুনর্বাসনে আছে। এই সিরিজে তার খেলা হচ্ছে না।”

২২ বছর বয়সী তানজিম এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে অভিষেকের পর তিনি ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ১৮ ম্যাচে ২৪ উইকেট।

প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন