সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় দগ্ধ সাংবাদিক আহমেদ মানসুরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাবুতে ইসরাইলি বিমান হামলায় গুরুতর দগ্ধ হওয়ার পর মারা গেছেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর।

প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদক মানসুরকে সোমবার নাসের হাসপাতালের পাশে ওই তাবুতে আগুনে পুড়তে দেখা যায়। পরদিন মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই হামলায় আরও এক সাংবাদিক নিহত ও আটজন আহত হয়েছেন। হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এই নির্মম দৃশ্য ধরা পড়ে।

ইসরাইলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, তাদের লক্ষ্য ছিলেন সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যাকে তারা হামাসের সদস্য বলে দাবি করছে। হামলায় এলসালাইয়েহ আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর এ পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশেষ করে ১৮ মার্চ থেকে ইসরাইল আবারও আক্রমণ জোরদার করে, যার ফলে এখন পর্যন্ত প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও ৩,৪০০ জনের বেশি আহত হয়েছেন। এর ফলে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়েছে।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গাজায় হামলা আরও বাড়বে। বিশ্লেষকদের মতে, তার এই ঘোষণার পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুতকরণ’ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে।

স্থানীয় হিসেব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৫০,৭০০ জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এসব ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন