আইন-আদালত

ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চারদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয় এবং হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতের এজলাসে তোলা হয়। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তুরিন আফরোজ নিজেই নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।

শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের দিন, সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানার অধীনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল জব্বার নামের এক শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন।

এই ঘটনায় চলতি বছরের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলা করেন আব্দুল জব্বার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে ব্যারিস্টার তুরিন আফরোজ ৩০ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ রয়েছেন।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন