সর্বশেষ

ধর্ম

২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ভিসা প্রক্রিয়া প্রায় সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অল্প কিছু দিনের মধ্যেই তা সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস, বাড়ি ও হোটেল বুকিং, এবং পরিবহন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, এ বছর বেসরকারিভাবে হজে অংশ নেওয়ার জন্য ৮১ হাজার ৯০০ জন নিবন্ধন করেছেন, যাদের নিবন্ধন ৭৫৩টি এজেন্সির মাধ্যমে হলেও, সৌদি সরকারের নিয়ম অনুসারে, এসব হজযাত্রীকে ৭০টি লিড এজেন্সির অধীনে হজ পালন করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও কঠোর মনিটরিংয়ের ফলে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসরকারি এজেন্সিগুলো মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস চুক্তি সম্পন্ন করেছে।

পরবর্তীতে সৌদি সরকার বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তির সময়সীমা ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বাড়িয়ে দেয় এবং বিষয়টি নিয়ে কড়া সতর্কতা জারি করে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন