সর্বশেষ

জাতীয়

ব্যাপকভাবে বাংলা নববর্ষ পালন হবে, নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পহেলা বৈশাখ উপলক্ষে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। তবে যেহেতু এবার নববর্ষ ব্যাপকভাবে উদযাপিত হবে, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”

শোভাযাত্রায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণ নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার মন্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশও তো আমাদেরই। আনন্দ শোভাযাত্রায় তারা থাকলে সমস্যা কোথায়? পুরো আয়োজনের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের, কারা থাকবে সেটা তারাই নির্ধারণ করবে।”

তিনি আরও জানান, “নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সাম্প্রতিক সময়ে বাটাসহ কিছু বিদেশি ব্র্যান্ডের দোকানে ভাঙচুরের প্রসঙ্গ উঠে এলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”

এ সময় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে কি না, সে সিদ্ধান্ত ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ই আয়োজনের মূল সংগঠক, তাই তারাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি আরও বলেন, “এবারের নববর্ষে দেশজুড়ে জনসমাগম হবে, মেলাও বসবে। শুধু বাঙালিই নয়, ২৬টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও এ উৎসবে অংশ নেবেন।”

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন