সর্বশেষ

সারাদেশ

বান্দরবানের লামার লেমুপালং থেকে ৯ তামাক চাষিকে অপহরণ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের লামার সরইয়ের লেমুপালং এলাকা থেকে ৯ তামাক চাষিকে অপহরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাদেরকে লেমুপালংয়ের তামাক ক্ষেত থেকে অপহরণ করা হয়। এর মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন আমিন ও ভু‌ট্টো। অন্য সাত জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিন ও ভু‌ট্টো তামাক চাষের মূল চাষি ছিলেন এবং তাদের অধীনে আরও সাত শ্রমিক কাজ করতেন। সোমবার গভীর রাতে, সরইয়ের লেমুপালংয়ের নিজ বাগান থেকে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে। পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করার জন্য অভিযান চালাচ্ছে।

বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার জানান, সরইয়ের তামাক শ্রমিকদের অপহরণের খবর তিনি পেয়েছেন, তবে অপহরণকারীদের পরিচয় স্পষ্ট নয়। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। এর আগে, ১ ফেব্রুয়ারি একই এলাকা থেকে সাত তামাক শ্রমিক ও ১৫ ফেব্রুয়ারি লামার ফসিয়াখালী থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন