সর্বশেষ

সারাদেশ

সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরায় বাঁধ ভাঙন এলাকায় ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৭:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে বেড়িবাঁধ ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গত ৭ এপ্রিল, সোমবার দুপুরে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগের তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেন, দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে এবং সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে এই কার্যক্রম অব্যাহত রাখবেন।

এছাড়া ত্রাণ বিতরণকালে জানানো হয়, আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে ভাঙন কবলিত এলাকার রিংবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা পানিউন্নয়ন বোর্ডের সঙ্গে যৌথভাবে বাঁধ মেরামত ও রিংবাঁধ নির্মাণে কাজ করছে। বর্তমানে এই প্রকল্পের তৃতীয় স্তরের কাজ চলমান রয়েছে, যা স্থানীয় জনগণ ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন