জাতীয়
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চালু করা হবে, এমনই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুতই ভোটিং পদ্ধতি চালু করা হবে: সিইসি

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চালু করা হবে, এমনই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) এ ‘ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, “কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে খুব শীঘ্রই একটি কার্যকরী ভোটিং পদ্ধতি চালু করা হবে।”
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষজ্ঞরা এবং নির্বাচন কর্মকর্তারা মিলিয়ে মোট ৮০ জন অংশগ্রহণ করেন।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর