কুষ্টিয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ফজলুল ওয়াহিদ লিংকন

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়ার দুই বিশিষ্ট ব্যক্তিত্ব।
কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রসংসদের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফজলুল ওয়াহিদ লিংকনকে আহ্বায়ক ও কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রসংসদের সাবেক প্রো-ভিপি এবং বর্তমানে কুষ্টিয়া আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ্ উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কুষ্টিয়ার ছয় উপজেলার ৩১ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফজলুল ওয়াহিদ লিংকন ও মোঃ সালাহ্ উদ্দিনের আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণে কুষ্টিয়ার বিএনপির রাজনীতিবিদরা সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য যে, দু'জনই কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কৃতী সন্তান।
১৩২ বার পড়া হয়েছে