জাতীয়

দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (৭ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের অন্যান্য শহরে সংঘটিত ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। বিষয়টি সম্পর্কে একটি বিবৃতি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

আইজিপির বরাত দিয়ে জানানো হয়, হামলাকারীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তাদের চিহ্নিত করার কাজ চলছে। অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ এই বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়াও, সিলেটে একটি বাটার শোরুমে লুটপাটের ঘটনাও ঘটে। আইজিপি এসময় জানান, সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।

এদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক বিবৃতিতে বলেন, চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত’ স্থাপন করেছে। তিনি বলেন, "যখন বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে, তখন এমন হামলা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।" তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় এবং কিছু বিদেশি বিনিয়োগকারী ছিলেন, যারা বাংলাদেশের প্রতি আস্থা রেখেছিলেন। তাদের পরিশ্রমের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল, তবে এই ভাঙচুর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী বলে মন্তব্য করেন তিনি।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন