যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৭ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চিঠিতে বাংলাদেশকে তিন মাস সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে আমদানি বাড়িয়ে এবং শুল্ক কাঠামো সংস্কার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়।
ড. ইউনূস উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি বাড়াতে বাংলাদেশ আগ্রহী এবং ইতোমধ্যে এলএনজি আমদানিতে বহু বছরের চুক্তি করেছে। এছাড়া, তুলা, গম, ভুট্টা ও সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এসব পণ্য শুল্কমুক্তভাবে প্রবেশে একটি ‘ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউজ’ চালুর প্রস্তুতি চলছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের পণ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয় এবং আরও শুল্ক হ্রাস ও অশুল্ক বাধা দূর করার পদক্ষেপ চলমান। এছাড়া, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক চালুর মাধ্যমে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগের দ্বার উন্মুক্ত হয়েছে।
চিঠির শেষে তিন মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়ে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে, এই সময়ের মধ্যেই উভয় দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনয়নে কার্যকর পদক্ষেপ সম্পন্ন হবে।
১২৪ বার পড়া হয়েছে