জাতীয়
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব উদ্যোগে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে তা উদযাপনের নির্দেশ দেয়া হয়েছে।
পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

স্টাফ রিপোর্টার
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব উদ্যোগে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে তা উদযাপনের নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।
আজ সোমবার মাউশির পাঠানো চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২৩ মার্চ বাংলা নববর্ষ উদযাপন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ব্যবস্থাপনায় আনন্দঘন ও বর্ণাঢ্যভাবে নববর্ষ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর