সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় অবৈধভাবে দখলে থাকা ১৭ বিঘা খাস জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে সরকারি খাস জমি উদ্ধারকল্পে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৭ বিঘা জমি উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে সোমবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে, আলিপুর ইউনিয়নের মাদারতলা মৌজায় খতিয়ানভুক্ত ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি ইটাগাছা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সবুরের কাছ থেকে উদ্ধার করা হয়। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে উক্ত সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রেখেছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আব্দুস সবুর অবৈধভাবে দখলকৃত সরকারি খাস জমির মাটি কেটে রাস্তা নির্মাণ করেন এবং সেখানে মাছ চাষ করছিলেন। এছাড়াও, ব্যক্তিগত জমির সাথে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে "আলীপুর ব্রিকস" নামে একটি ইটভাটাও চালু রেখেছিলেন। জেলা প্রশাসক আব্দুস সবুরকে আগামী এক মাসের মধ্যে দখল করা জায়গাটি মাটি দিয়ে ভরাট করার নির্দেশ প্রদান করেন। নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

অভিযানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন