বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হল

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন অনুযায়ী, এই প্রজ্ঞাপন সোমবার, ৭ এপ্রিল জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাহেদা পারভীন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, আশিক চৌধুরী বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদাসহ উক্ত পদে অধিষ্ঠিত থাকবেন এবং এ সময়কালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
গত বছরের ১২ সেপ্টেম্বর, আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করা হয়। তিনি জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তাকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তেও নিয়োগ দেয়া হয়েছে।
জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
দায়িত্ব গ্রহণের পর, আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্টে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার উদ্যোগেই আজ ঢাকায় চারদিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের অর্ধশতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন।
১১৭ বার পড়া হয়েছে