সর্বশেষ

খেলা

নিষেধাজ্ঞার বন্দিদশা শেষে মাঠে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞার পর আবারও ক্রিকেট মাঠে ফিরলেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ থাকার পর সোমবার (৭ এপ্রিল) ঢাকার প্রিমিয়ার লিগে মাঠে নামেন তিনি।

রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমে নাসির উদ্বোধনী বোলার হিসেবে দশ ওভার বোলিং করে ৩১ রানের বিনিময়ে অর্জন করেন ১ উইকেট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার এই প্রত্যাবর্তন ছিল নজরকাড়া।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, নাসির আইসিসির দুর্নীতি-বিরোধী শৃঙ্খলাবিধি অনুযায়ী তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ পার করেছেন এবং সকল প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন। এর ফলে ৭ এপ্রিল ২০২৫ থেকে তিনি পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন।

নাসির হোসেনের বিরুদ্ধে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগের সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল। আইসিসি তদন্তের পর তাকে ২০২৪ সালের জানুয়ারিতে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়, যাহার মধ্যে ছয় মাস ছিল স্থগিত। এই নিষেধাজ্ঞা কার্যকর হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে, যার ফলে তাকে দেড় বছর ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি ছিল না।

নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হলেও, মাঠে ফেরার পর নাসির জানিয়েছেন তিনি নিজেকে ফিরে পেতে আত্মবিশ্বাসী। উল্লেখ্য, তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত সদস্য ছিলেন এবং তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১১৫টি আন্তর্জাতিক ম্যাচে। এখন আবারও মাঠে ফিরতে পেরে তিনি তার পুরনো ছন্দের প্রত্যাশা করছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন