মরক্কোয় ইসরায়েলের হামলার বিরুদ্ধে বড় বিক্ষোভ

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে রোববার মরক্কোয় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
হাজারো বিক্ষোভকারী রাজধানী রাবাতসহ বিভিন্ন এলাকায় তাদের ক্ষোভ প্রকাশ করেন, যেখানে তারা ইসরায়েলের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও আওয়াজ তুলেন।
বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করে এবং হামাসের নিহত নেতাদের ছবি ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবি ধারণ করে পোস্টার বহন করেন। এ ছাড়া, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পোস্টার তৈরি করেন, যেখানে ফিলিস্তিনিদের জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাবের উল্লেখ ছিল।
গত এক মাসে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়, যার ফলে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মরক্কোর বিক্ষোভকারীরা।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘর্ষে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং ১ লাখ ১৫ হাজারের অধিক আহত হয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হচ্ছে ও ইসরায়েলের নিন্দা করা হচ্ছে।
বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নেন, যা গাজার পরিস্থিতিতে ইসরায়েলের সহায়তা করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দমন–পীড়নেরও তারা প্রতিবাদ জানান। অধিকার গোষ্ঠীগুলো মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে জাতিগত নির্মূলের একটি পদক্ষেপ হিসেবে ধারণা করছে।
১৩৪ বার পড়া হয়েছে