গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে ক্লাস-পরীক্ষা বর্জন

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে শিক্ষা কার্যক্রম বর্জনের উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
আজ সোমবার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানায়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে এবং সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দেশের বিভিন্ন বিদ্যালয় ও কলেজগুলোতেও আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই ক্লাস বন্ধ রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ ক্লাস হচ্ছে না।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষার পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়। প্রশাসনিক এক শিক্ষক জানান, নিয়মিত ক্লাস চলছে না এবং কিছু শিক্ষার্থী ফিলিস্তিন বিষয়ে আলোচনা করতে এসেছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)ও এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি গ্রহণ করেছে। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আন্দোলনের এই জোয়ারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ এক উত্তেজনা বিরাজ করছে, যা আগামীতে আরো জোরালো হতে পারে।
১২০ বার পড়া হয়েছে