সাতক্ষীরায় ভেজাল দুধের ঘি তৈরি করায় দুই ভাইকে আটক

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সদর উপজেলার হাবাসপুর গ্রামে দীর্ঘ ৭ বছর ধরে ভেজাল দুধের ঘি প্রস্তুত করার অভিযোগে দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, অশোক ঘোষের দুই ছেলে কমল ঘোষ ও দিলীপ ঘোষ।
শনিবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ২০ লিটার ভেজাল ঘি এবং ৩০০ লিটার ভেজাল দুধ জব্দ করে। এছাড়া, ভেজাল দুধ ও ঘি তৈরিতে ব্যবহৃত কস্টিক সোডা, পামঅয়েল, সয়াবিন তেল, জেলী ও প্রস্তুতির মেশিনও জব্দ করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এই অভিযানের বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা ৫০০ গ্রাম দুধের সাথে ৫০০ গ্রাম পামঅয়েল মিশিয়ে চলতি বাজারে বিক্রি করত। এমনকি সয়াবিন তেল ও জেলীর সাথে মাখন মিশিয়ে জ্বাল দিয়ে ঘি প্রস্তুত করতেন তারা।
পুলিশ সুপার জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
১২১ বার পড়া হয়েছে