বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিদ্যালয়ের প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বক্তব্যে উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামে বৈষম্য রাখা যাবে না এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পার্বত্যবাসীকে এগিয়ে নিতে হবে। সকল নৃগোষ্ঠীকে মাতৃভূমি বাংলাদেশে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান তিনি। এ উদ্দেশ্যে কাজ করছে গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসার থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সদর জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার পিপিএম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরি সহ বিভিন্ন বিশিষ্ট অতিথি।
প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্নভোজ, গুণীজন সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অধিবেশন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন জানান, ১৯৫০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ের ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীরা এই সমাবেশে অংশগ্রহণ করেছে, এবং ১৯৫০ সালের প্রথম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে