সর্বশেষ

আন্তর্জাতিক

হামাসের রকেট হামলায় ইসরায়েলে তিনজন আহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা থেকে ইসরায়েলের আশদাদ শহরের দিকে রকেট ছুড়েছে হামাস। এই হামলায় সেখানে তিনজন আহত হয়েছেন।

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড এ হামলার সত্যতা নিশ্চিত করেছে এবং দাবি করেছে যে, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে তারা এই রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ১০টি রকেট শনাক্ত করেছে, যার বেশিরভাগই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়ে গিয়ে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে পরিস্থিতি ক্রমেই উত্তেজনার দিকে গড়াচ্ছে। ওই হামলায় প্রায় ১ হাজার ১৪০ জন নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করা হয়, যাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে ছেড়ে দিয়েছে হামাস।

ইসরায়েল তার জবাবে গাজায় হামলা শুরু করে, যার ফলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন। এছাড়া গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন পর্যন্ত পৌঁছেছে, যার মধ্যে নিখোঁজ ফিলিস্তিনির সংখ্যাও রয়েছে।

এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলের উদ্বেগে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন