সর্বশেষ

জাতীয়

আজ থেকে শুরু হচ্ছে ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু হচ্ছে, যেখানে ৪০টির অধিক দেশের ৫০০টিরও বেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। এদের মধ্যে সবচেয়ে বড় অংশ চীনের বিনিয়োগকারীদের।

এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরাও উপস্থিত থাকবেন। দেশের ২ হাজারের বেশি প্রতিষ্ঠানও এই সম্মেলনে অংশগ্রহণ করবে। তবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে উদ্বোধন করবেন।

এদিন স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হবে। এই সম্মেলনের মূল লক্ষ্য হল বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে সরাসরি ধারণা প্রদান করে বিদেশি বিনিয়োগকে বৃদ্ধি করা। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলনের আয়োজন করছে।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।

এছাড়া প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দেশের প্রধান বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আয়োজকরা জানিয়েছেন, এই বৈঠনের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথ তৈরি হবে। সম্মেলনে পাঁচজন দেশি-বিদেশি বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন