সড়ক ও সেতু বিভাগের নতুন বিশেষ সহকারী শেখ মইনউদ্দিনের দায়িত্ব গ্রহণ

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন আজ রবিবার সকালে দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রতিমন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধাসম্পন্ন এই পদে তাঁকে গত ৫ মার্চ নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই খ্যাতিমান প্রকৌশলী রাজধানীর বনানীতে অবস্থিত সেতু ভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
গত ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়, কর্মকর্তারা বর্তমানে অন্যত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিগত দেড় দশকে দেশের সড়ক ও সেতু অবকাঠামো নির্মাণে সরকার প্রায় দেড় লাখ কোটি টাকা বিনিয়োগ করেছে। যদিও এসব প্রকল্পে অতিরিক্ত ব্যয় ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নের অভিযোগ রয়েছে, ফলে কাঙ্ক্ষিত সুফল থেকে এখনো বঞ্চিত সাধারণ মানুষ। এ প্রেক্ষাপটেই শেখ মইনউদ্দিনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য—অতিরিক্ত ব্যয়ে লাগাম টানা, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং রাজধানীসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানো।
শেখ মইনউদ্দিনের জন্ম খুলনায়। উচ্চমাধ্যমিক শেষে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানেই শিক্ষা ও কর্মজীবন গড়ে তোলেন। প্রায় ২৫ বছর ধরে তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি ওই অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি একই বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা ও প্রকৌশল পদে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পুরকৌশলে পিএইচডি, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব লুইজিয়ানা থেকে স্নাতক সম্পন্ন করেন। তাঁর মূল দক্ষতা অবকাঠামো, পরিবহন এবং পরিবেশ বিষয়ক প্রকৌশলে।
পেশাগত জীবনে শেখ মইনউদ্দিন সরকারি ও বেসরকারি অর্থায়নে শত শত কোটি ডলারের প্রকল্প পরিচালনা করেছেন। গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তাঁর রয়েছে উদ্ভাবনী অবদান। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস শহরে ‘ডায়নামিক লেন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করতে তিনি নেতৃত্ব দেন, যা যানজট নিরসন ও মহাসড়কের নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১১৪ বার পড়া হয়েছে