চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল কিশোর চালকের

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর পৌর শহরের জারদিস মোড়ে অটোভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক কিশোর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী ছোট শালিকা মহল্লার বাসিন্দা এবং মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন আলী ভাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সকালে যাত্রী নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে জারদিস মোড়ে পৌঁছালে মোড় ঘোরার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ভ্যানের ব্রেকের লোহার রড তার মাথায় ঢুকে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, “ঘটনাটি খুবই বেদনাদায়ক। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছিলাম। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
১২৫ বার পড়া হয়েছে