সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় জমিসংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে জামায়াতের এক নেতা রয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান, এবং তার বোন শাহিনা বেগম। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুপালং ইউনিয়ন শাখার আমির ছিলেন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, জমির সীমানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও জানান, নিহতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন একপক্ষের নেতা এবং অপরপক্ষে ছিলেন আব্দুল মান্নান ও তার বোন শাহিনা।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, "এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।"

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন