সর্বশেষ

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে একই গাছে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠির নলছিটি উপজেলায় রোববার সকাল ১০টার দিকে রায়পুর গ্রাম থেকে পুলিশ উদ্ধার করেছে এক নারী ও তার ছেলের মরদেহ।

তাদের মরদেহ গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। নিহতরা হলেন, ওই গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫৩) এবং ছেলে আসাদ মাঝি (৩৫)।

পুলিশ হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় কিছু মানুষের দাবি, মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, স্থানীয়রা সকালে খবর দেয় যে, মা ও ছেলে গাছের সঙ্গে ঝুলছে। এরপর পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, "এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্টের পরই পরিষ্কার হবে। আপাতত কিছু বলা সম্ভব নয়।"

একটি স্থানীয় সূত্র জানায়, আসাদ মাঝির সঙ্গে কিছুদিন আগে একই এলাকার এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। ওই নারী কিছুদিন আগে বাড়ি ছেড়ে কোথাও চলে যায়, এরপর আসাদের পরিবারে চাপ সৃষ্টি করতে থাকে তার ভাইয়েরা। তারা সন্দেহ করছে, তারা হয়তো মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে থাকতে পারে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন