সর্বশেষ

জাতীয়

এনআইডি, সীমানা নির্ধারণসহ সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এ সময় সিইসি বলেন, এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচন সংশ্লিষ্ট সব কাজ সুচারুরূপে এগিয়ে চলছে।

এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনাররা, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আপনারা অসাধ্য সাধন করেছেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছেন।” তিনি আরও বলেন, “আপনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং সরকারের কাছে সময়মতো প্রতিটি পদক্ষেপ জানানো হচ্ছে।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ চলমান রয়েছে এবং এই কার্যক্রম ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন