জাতীয়
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।
সরকারি সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান রাশিয়া গেছেন

স্টাফ রিপোর্টার
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।
আজ রোববার সকাল ৯টার দিকে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। এই সফরে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা ও সমরাস্ত্র উৎপাদনকারী কারখানা পরিদর্শন করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান ১২ এপ্রিল দেশে ফিরে আসবেন।
১৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর