অর্থনীতি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় শর্ত বাস্তবায়ন পর্যালোচনায় একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
আইএমএফের ঋণ পর্যালোচনায় ঢাকায় প্রতিনিধি দল, আজ থেকে বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় শর্ত বাস্তবায়ন পর্যালোচনায় একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
আজ রোববার (৬ এপ্রিল) থেকে শুরু করে আগামী দুই সপ্তাহ তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক করবে।
চলতি কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতোমধ্যে তিন কিস্তিতে ২৩০ কোটি ডলার পেয়েছে। তবে চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় হয়নি নির্ধারিত সময় অনুযায়ী। শর্ত অনুযায়ী কর আহরণ, মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা, ও বিদ্যুৎ-জ্বালানি খাতে সংস্কার নিয়ে আইএমএফ সন্তুষ্ট নয়।
চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের প্রস্তাবে সম্মত হয়েছে দুই পক্ষ। তবে শর্ত পূরণে গড়িমসি এবং রাজস্ব ঘাটতি থাকায় তা এখনো কার্যকর হয়নি।
আইএমএফের সঙ্গে আলোচনা শেষে ১৭ এপ্রিল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিনিধিদল তাদের মূল্যায়ন জানাবে। অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তের আশা করা হচ্ছে।
২৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর