ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তীর্থযাত্রী নিহত হয়েছেন এবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) সকালে, উত্তরচক এলাকায়।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ওড়িশা টিভি’র বরাতে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন, যাঁরা তীর্থযাত্রায় পুরি যাচ্ছিলেন। এর আগে তাঁরা কাশি বিশ্বনাথ মন্দির দর্শন করেছিলেন। অধিকাংশ যাত্রীই পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর কেন্দ্রের হয়ে এই যাত্রায় অংশ নিয়েছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। উদ্ধারকাজ চালিয়ে আহতদের ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন আহতের অবস্থা গুরুতর।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি উত্তরচকে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কে উল্টে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১২৯ বার পড়া হয়েছে