সর্বশেষ

জাতীয়

আজ থেকে খোলা সরকারি অফিস, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতরের নয় দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) আবার খুলছে দেশের সব সরকারি অফিস।

রমজানের সময়সূচি শেষে এখন অফিস চলবে আগের নিয়ম অনুযায়ী—সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় গত ৩১ মার্চ। উৎসব উপলক্ষে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ, গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে চলে যান দেশের নানা প্রান্তে।

দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষজন এখন আবার ঢাকায় ফিরছেন। বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতিমধ্যে রাজধানীতে ফিরেছেন বলেই ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলস্টেশন এবং বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে কর্মস্থলে ফেরার ভিড়। যাত্রীদের একসঙ্গে ফেরার কারণে গণপরিবহনে ছিল প্রচণ্ড চাপ, বিশেষ করে সদরঘাটে নেমে মানুষজনকে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে।

ঈদের আগে ২৮ মার্চ ছিল শবে কদরের ছুটি। এরপর ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ঈদ ছুটি ছিল। মাঝে ৩ এপ্রিল অফিস খোলা থাকলেও তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এরপর আরও দুই দিনের সাপ্তাহিক ছুটি (৪ ও ৫ এপ্রিল) যোগ হওয়ায় মোট নয় দিনের লম্বা ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা।

আজ থেকে উচ্চ আদালত, নিম্ন আদালত, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ সব সরকারি দপ্তর পুরোনো সময়সূচিতে ফিরে এসেছে। রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চললেও, এখন অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন