হজ মৌসুমে বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশসহ মোট ১৪টি দেশের জন্য অস্থায়ীভাবে বিভিন্ন ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে এবং তা আগামী জুনের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্রগুলো জানিয়েছে, ওমরাহ ভিসাধারীরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। যেসব দেশের ওপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।
নিষেধাজ্ঞার কারণসমূহ
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা স্থগিতের অন্যতম প্রধান কারণ হলো—হজ মৌসুমে ভিসার অপব্যবহার। অতীতে অনেক ভিসাধারী ব্যক্তি বৈধ ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে হজ পালন করেছেন, যদিও তাদের ভিসা হজের উদ্দেশ্যে ছিল না। এতে হজের সময় জনসমাগম বেড়ে গিয়ে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো—ভিসা নিয়ম লঙ্ঘন করে শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি সরকার জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের পর অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন, যা দেশের শ্রমবাজারে বিশৃঙ্খলা তৈরি করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞার মাধ্যমে হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সহজ হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা সম্ভব হবে। একই সঙ্গে কর্তৃপক্ষ ভ্রমণকারীদের নতুন বিধি-বিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে, যাতে জরিমানার মুখে না পড়তে হয়।
১৭১ বার পড়া হয়েছে