আশাশুনিতে বিএনপি নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৬:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু এবং দ্বীন মোহাম্মদ দীনু বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুন।
গত ১৪ এপ্রিল আম্বিয়া এই আবেদনটি জেলা বিএনপির আহ্বায়ক রহতুল্লাহ পলাশের কাছে জমা দেন। পরবর্তীতে এটি জেলা বিএনপির তদন্ত কমিটির কাছে প্রেরণ করা হয়, যারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন। তবে, সাবেক বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
লিখিত আবেদনে আম্বিয়া উল্লেখ করেন যে, আশাশুনি উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় তার জামাতা আব্দুল্লাহ আল মামুনের ৩০ বিঘা জমির ওপর একটি মৎস্য ঘের রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে রফিকুজ্জামান ছট্টু একটি সন্ত্রাসী চক্র গঠন করে এলাকার সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ঘের দখল করতে থাকে। এই চক্রের সদস্যরা তাদের প্রভাব খাটিয়ে একের পর এক চাঁদা আদায় করছিল।
এরপর, ছট্টু ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা মোস্তাক এবং জহুরুল ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় আম্বিয়ার জামাতা আব্দুল্লাহর কাছ থেকে আবারও দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে। জামাতা চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে পিঠমোড়া দিয়ে বেধড়ক পিটিয়ে ৬০ হাজার টাকা লুটে নেয় এবং তাকে আশাশুনি থানার এসআই রাজিবের কাছে তুলে দেয়, falsely alleging that he is involved with the Awami League. তবে, জামাতা কখনোই আওয়ামী লীগ সদস্য ছিলেন না; তিনি বিএনপির সমর্থক।
এছাড়াও, রফিকুজ্জামান ছট্টু বিগত সরকারের সময়ে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে বিএনপির ধানের শীষ প্রার্থী বিরুদ্ধে নির্বাচন করেন, যার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি আরও বলেন, ছট্টু ও তার সহযোগীরা আশাশুনি এলাকার আওয়ামী লীগের এমপি প্রার্থী রুহুল হকের পক্ষে ভোট দিয়েছিলেন এবং শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সন্ত্রাসী লাকী বাহিনীর সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। এর ছবি ও বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে সাবেক বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু বলেছেন, আম্বিয়া খাতুন এবং সালেহা হক কেয়া বিএনপি পরিবারের সদস্য না হয়ে আওয়ামী পরিবারের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তার দাবি, আম্বিয়ার জামাতা আব্দুল্লাহসহ তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগে রয়েছেন।
এই বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী জানান, তারা আম্বিয়া খাতুনের লিখিত আবেদন গ্রহণ করেছেন এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে