সারাদেশ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে একটি সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই মোশাররফ হোসেন (৪০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৬:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে একটি সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই মোশাররফ হোসেন (৪০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বড় ভাই হোসেন আলী (৫০)।
শনিবার সকাল ৫ এপ্রিল সাড়ে ৮টার দিকে এই মারাত্মক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানান, মাছ ধরার বিষয় নিয়ে মোশাররফের ছোট ভাই আশরাফ হোসেন ও সোহরাবের সঙ্গে বাক-বিতন্ডা শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে আশরাফ মোশাররফকে ছুরি দিয়ে আঘাত করে। এক্ষণে রক্ষার্থে এগিয়ে আসলে হোসেন আলীকেও আহত করে। গুরুতর অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোশাররফ হোসেন মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আশরাফ হোসেনসহ ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর