সর্বশেষ

জাতীয়

মার্কিন প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যু সমাধানে নিজেই যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।

এই তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

শনিবার (৫ এপ্রিল) রাতে জরুরি বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, আমদানি বাড়ানোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা চালানো হবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। শেখ বশির উদ্দীন বলেন, "আমরা আমাদের করণীয়গুলো বুঝতে চেষ্টা করছি এবং এ বিষয়ে সম্ভাব্য পথ খুঁজছি। আমরা বিপরীত দিকগুলো বুঝে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছি, যাতে তুলনামূলকভাবে আমাদের প্রতিযোগী দেশগুলির থেকে ভালো অবস্থানে যেতে পারি।"

বাণিজ্য ঘাটতি কমানোর উপায় সম্পর্কে তিনি বলেন, আমদানি বাড়ানোর মাধ্যমে এই সমস্যা সমাধান হতে পারে। সয়াবিন তেল, পোশাক শিল্পের জন্য তুলা, মেটাল স্ক্র্যাপসহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়। তিনি বলেন, "আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্বালানি পণ্য আমদানি করি এবং আমাদের অর্থনীতির জন্য যা ভালো হবে, সেগুলো সমন্বয় করে আমদানি করব।"

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা খলিলুর রহমান বলেন, "এটা আমাদের জন্য অপ্রত্যাশিত নয়। ফেব্রুয়ারির শুরুতেই প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন থেকেই মার্কিন প্রশাসনের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে।"

তিনি আরো বলেন, "তাহলে, এটি আকস্মিক কোনো বিষয় নয় এবং আমরা এর জন্য প্রস্তুত। শিগগিরই মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করব।"

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টা খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান এবং পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন