সর্বশেষ

জাতীয়

ঢাকায় মৌসুমের প্রথম কালবৈশাখী, গরম কমেছে কিছুটা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিকেলের দিকে আকাশে কালো মেঘ জমতে শুরু করল। সন্ধ্যার পর শুরু হলো দমকা হাওয়া এবং বৃষ্টি।

চৈত্র মাসের শেষ দিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি ও গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিলল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোববারও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। দুপুর পর্যন্ত রোদ থাকলেও পরে তাপমাত্রা কমতে পারে। বিকেল থেকে রাত পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়েছে, শনিবার বিকেল থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। সন্ধ্যা ৭টার পর শুরু হয় দমকা হাওয়া। আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। তবে বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ১ মিলিমিটার।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চৈত্র মাসের যে সাধারণ আবহাওয়া থাকে, তা এখন আমরা অনুভব করছি। অর্থাৎ দিনে তাপ, বিকেলে দমকা হাওয়া বা কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। তবে আগামী তিন-চার দিন ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

রাজধানীতে ঝড় ও দমকা হাওয়া শুরু হলে রাস্তায় থাকা ময়লা ও ধুলা উড়তে থাকে, ফলে সড়ক দিয়ে চলাচল করা মানুষের জন্য বিপত্তি সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজতে ছোটাছুটি শুরু করেন। বিশেষত, নির্মাণকাজ চলছে এমন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের মতে, শনিবার দেশের অধিকাংশ এলাকাতেই তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে রাজশাহীতে সবচেয়ে বেশি গরম ছিল, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও গরম ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের রোদের তাপে দেশের বেশিরভাগ এলাকার মানুষ ভুগছিলেন, আর্দ্রতা বেশি থাকায় অল্প সময় রোদে থাকলেও ঘেমে একাকার হতে হচ্ছিল। তবে সন্ধ্যার পর মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টিতে গরম কিছুটা কমে আসে, যা মানুষের মাঝে স্বস্তি বয়ে আনে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানোর পূর্বাভাস রয়েছে। সোমবার সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। মঙ্গলবার সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারও সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন