সর্বশেষ

সারাদেশ

আবারও বাসে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণসহ মালামাল লুট

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতির ঘটনা আবারও ঘটেছে।

এবার রাজফুলবাড়িয়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাসের চালক রজব আলী (৩০) ও সহকারী এমদাদুল হক (৪০)-কে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় নেওয়া হয়েছে।

ভুক্তভোগী যাত্রীদের ভাষ্যমতে, কর্ণপাড়া ব্রিজের কাছে পৌঁছালে বাসে থাকা ছদ্মবেশী ডাকাতরা হঠাৎ দেশীয় অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি করে। মুহূর্তেই তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

বাসযাত্রী সুমন সরকার জানান, তিনি চন্দ্রা থেকে বাসে ওঠেন। সাভারে পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী যাত্রীদের ভয় দেখিয়ে লুটপাট চালায়। তার কাছে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।

চালক রজব আলীর দাবি, তিনি এবং তার সহকারী ডাকাতদের ভয়ে সড়কের পাশে লুকিয়ে ছিলেন। পরে যাত্রীরা ক্ষোভে বাসটিতে ভাঙচুর চালায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, এটি এ বছরের মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে চতুর্থ ডাকাতির ঘটনা। ২ মার্চ, ১৪ ফেব্রুয়ারি ও ২৪ মার্চ একই ধরনের ঘটনা ঘটে, যার মধ্যে কিছু ঘটনায় যাত্রীরা নিজেরাই সন্দেহভাজন চালক ও হেলপারদের পুলিশের হাতে তুলে দেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন