সর্বশেষ

জাতীয়

শেষ হচ্ছে ঈদের লম্বা ছুটি, আবারও ভারী হয়ে উঠছে রাজধানী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিছু মানুষের পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজই, আবার কিছু মানুষের ছুটি আগামীকাল। এজন্য আবারও ঢাকায় ফিরছে জীবিকার তাগিদে।

তবে এ বছর অবস্থাটা ভিন্ন। আগের বছরের মতো তীব্র ভিড় ও যানবাহনের চাপ রাজধানীর প্রবেশ ও বের হওয়ার মুখগুলোতে দেখা যাচ্ছে না।

গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের মতে, ফিরতি যাত্রীর চাপ এখনো তুলনামূলক কম, তবে আগামীকাল চাপ বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। যাত্রীদের বক্তব্য, রাজধানীতে ফিরে যেতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি এবং তাদের স্বস্তি প্রকাশ করছেন।

সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, সড়কে যান চলাচল বেড়েছে এবং সাধারণ মানুষের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ পর পর ফিরতি ঈদযাত্রার বাস এসে থামছে। সিএনজি চালকরা যাত্রী খুঁজতে ব্যস্ত হলেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছ্ছেন না, এমনটা জানিয়েছেন তারা।

নাটোর থেকে ঢাকায় ফিরেছেন মো. অন্তর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং জানিয়েছেন, রাস্তায় যানজট বা কোনো ধরনের ভোগান্তির সম্মুখীন হননি। বাড়িতে গিয়ে ফিরতি টিকিট কাটার কারণে আসার সময় টিকিট পাওয়ার সমস্যাও হয়নি।

রংপুর থেকে ঢাকায় ফিরেছেন মোহসীন। তিনি জানিয়েছেন, পরিবারের সঙ্গে ফিরতে পেরে তিনি সন্তুষ্ট এবং রাস্তায় কোনো ঝামেলা হয়নি বলে জানিয়েছেন। ঢাকায় যাওয়ার সময় গাড়িতে অতিরিক্ত ভিড় ছিল না বলেও উল্লেখ করেছেন।

ফরিদপুর থেকে ঢাকায় ফিরেছেন সৌরভ। তিনি জানান, রাস্তায় কোনো ভোগান্তি ছিল না এবং পদ্মা সেতুর জন্য যাতায়াতের সমস্যা অনেক কমে গেছে।

কিন্তু সিএনজিচালিত অটোরিকশার চালকদের অভিযোগ, এত অল্প যাত্রী পাওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে। গাবতলী থেকে আসা সিএনজি চালক এরশাদুল জানালেন, এবার যাত্রী কম। তবে শ্যামলী পরিবহনের চালকের সহকারী জানান, যাত্রী আছেই এবং আগামীকাল চাপ বাড়ার ধারনা করছেন। হানিফ পরিবহনের চালকের সহকারী আলমগীর হোসেন বললেন, এবার দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা একসঙ্গে আসছেন না। তাদের প্রত্যাশা আগামীকাল কিছুটা যাত্রী বাড়বে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন