সর্বশেষ

আন্তর্জাতিক

গাজার উত্তরাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার উত্তরাঞ্চলের একটি স্কুল, যা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য আশ্রয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় তুফাহ জেলার দার আল-আরকাম স্কুলে এই হামলায় আরো অনেকের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা ওই এলাকায় হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে অবস্থানশীল চিহ্নিত সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯৭ জন নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, তারা দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে তাদের স্থল অভিযান বাড়াচ্ছে। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দার আল-আরকাম স্কুলের হামলায় নিহতদের মধ্যে শিশু এবং নারীও অন্তর্ভুক্ত রয়েছেন।

তিনি জানান, যমজ সন্তানের গর্ভবতী এক নারী, তার স্বামী, বোন এবং তিন সন্তান নিখোঁজ রয়েছেন। আশেপাশের আল-আহলি হাসপাতালে প্রচণ্ড আহত শিশুদের গাড়ি ও ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে, এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গাজা শহরের যেই স্থানে হামলা হয়েছে, সেটি হামাস যোদ্ধারা ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের উপর হামলার পরিকল্পনা করতে ব্যবহার করছিল।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন