সর্বশেষ

জাতীয়

ঢাকাসহ ১৫ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকা ও অন্যান্য ১৫টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ চলমান রয়েছে, এবং এই তাপপ্রবাহে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকার আশা করা হচ্ছে, তবে কিছু স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যদিও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু অংশে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অপরদিকে, দেশের অন্যান্য অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, এবং দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায়ও একইভাবে কিছু অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাকি দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকার প্রত্যাশা।

আগামী সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু দেশের অন্যত্র শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন