সর্বশেষ

অর্থনীতি

ট্রাম্পের শুল্ক আরোপ: কী প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানিতে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নতুন কর ব্যবস্থা বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদ এবং রপ্তানিকারকরা।

নতুন শুল্কের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, যা আমেরিকান ভোক্তাদের ক্রয় ক্ষমতাকে হ্রাস করবে। এর ফলে, বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে কেটে রাখতে বাধ্য হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং স্থানীয় শিল্পে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই শুল্ক আরোপিত হয়েছে। বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল গড়ে ১৫ শতাংশ।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ডিরেক্টর খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ নতুন করের হার সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে আমদানি পণ্যের দাম বাড়বে, যা ভোক্তাদের ব্যয় নিষেধাজ্ঞা আরোপ করবে এবং মূল্যস্ফীতি আরো বাড়িয়ে তুলবে। এতে বাংলাদেশি পণ্য আমদানির সম্ভাবনা কমে যাবে।

তবে গোলাম মোয়াজ্জেম কিছুটা আশাবাদী যে, বাংলাদেশী পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির প্রভাব অন্যান্য দেশগুলোর ওপরও প্রযোজ্য হবে, যেমন পাকিস্তান, ভারত, ভিয়েতনাম, শ্রীলংকা এবং কম্বোডিয়া। বাংলাদেশকে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং নীতি বিশ্লেষণের মাধ্যমে জয় এড়ানোর চেষ্টা করতে হবে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মাদ হাতেম জানিয়েছেন, ৩৭ শতাংশের শুল্ক আরোপ বাংলাদেশি রপ্তানিতে একটি বড় প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকের জন্য, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার। সরকারের উচিত ধীরে ধীরে আমদানির ক্ষেত্রে শুল্ক কমানো, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আমদানির তুলনায় অনেক বেশি।

ফারুক হাসান, বিজিএমইএর সাবেক সভাপতি, বলেন, এই নতুন ট্যারিফ বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত। মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের গড় শুল্ক ১৫.২ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নের তুলনায় বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে হাজার হাজার কোটি ডলারের ফ্যাশন পণ্যের আমদানি হয়, আর এই শুল্ক বৃদ্ধি ইতিবাচক প্রভাব ফেলবে না। বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতা বাড়াতে হলে বাংলাদেশের সরকারকে পদক্ষেপ নিতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ থেকে আমেরিকায় পোশাক রপ্তানি হয়েছে ৮০০ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৭.৩৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন