বান্দরবানে সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল, বুধবার বিকেলে বান্দরবান রাজার মাঠে এই খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই উৎসবটি "শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাইং" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয়।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জেডএসও লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা, বান্দরবান সদর থানার ওসি তদন্ত মোঃ আবুল হাসেম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সহ সাংস্কৃতিক সম্পাদক মামংসিং, সাধারণ সম্পাদক উক্যসিং (উহ্লামং) এবং টুর্ণামেন্ট আহবায়ক মং মং সিং সহ নানা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রধান অতিথি লে: কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি তার বক্তব্যে বলেন, "ক্রীড়ার মাধ্যমে বান্দরবানের যুব সমাজকে আরও এগিয়ে নিতে হবে। ক্রীড়া চর্চা যুবকদের শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এমন ক্রীড়া কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের জন্য আহ্বান জানান।
এ বছর টুর্নামেন্টে জেলা সদর থেকে ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় রোয়াংছড়ি বিজয় পাড়া ক্রিকেট দল এবং প্লাসিড পালস কালাঘাটা ক্রিকেট দল মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় প্লাসিড পালস কালাঘাটা ক্রিকেট দল ৫ উইকেটের বিনিময়ে ৯৬ রান করে, আর রোয়াংছড়ি বিজয় পাড়া ক্রিকেট দল ৫ উইকেটের বিনিময়ে ১২৫ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে উপস্থিত দর্শকরা উল্লাসিত হয়ে খেলাটি উপভোগ করেন এবং উৎসবের আমেজে মেতে ওঠেন।
১০৯ বার পড়া হয়েছে