সর্বশেষ

সারাদেশ

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার অনন্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে, মেথর কলোনীর দক্ষিণ রাঘবপুরে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবক আরাফাত হোসেন (১৮) স্থানীয় ওমর আলীর ছেলে, এবং পৌর বিএনপির নেতা রুপমের অনুসারী হিসেবে পরিচিত। জানা গেছে, আরাফাতের স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের কিছু অনুসারীর সঙ্গে পূর্ব থেকে বিরোধ চলছিল।

বুধবার রাতে আরাফাতকে একা পেয়ে শহিদ মেম্বরের অনুসারীরা তাকে হামলা করে। হামলাকারীরা আরাফাতকে ছুরিকাঘাত করে, যার ফলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ১১টার দিকে আরাফাত মারা যান।

এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা শহিদ মেম্বরের বাড়িতে হামলা চালিয়ে সেটিতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।


ওসি আব্দুস সালাম জানান, আধিপত্যের দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, শহিদ মেম্বর ও তার অনুসারীরা এই ঘটনায় জড়িত। অভিযুক্তরা পালিয়ে গেছে, এবং এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন