শার্শায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ২ যুবক নিহত

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের কাছে চলন্ত মোটরসাইকেলের পিছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। নিহতরা হলেন, শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের রাসেল হোসেন (২০) এবং জাহিদ হোসেন (২২)। রাসেল হলেন খলিলুর রহমানের ছেলে এবং জাহিদ বিল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একটি কালো রঙের নম্বর বিহীন এ্যাপাচি ফোরভি মোটরসাইকেল নিয়ে নাভারন থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। হঠাৎ করে তাদের পিছনে একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার এসে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে এবং চালকসহ আরোহী দুজনই মাথায় আঘাত পেয়ে মারা যান। প্রাইভেটকারটি দ্রুত বেনাপোলের দিকে পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া প্রাইভেটকারের চালককে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৩১ বার পড়া হয়েছে