সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও ধারণ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছে।
টিকটক বানাতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু, আহত ২

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও ধারণ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছে।
ঈদের তৃতীয় দিনে আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম (২৩), যিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, এবং আরেকজন কসবা উপজেলার তারেক, যিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ছাদে কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। রেলব্রিজ এলাকায় পৌঁছানোর পর ডিসের তারের সঙ্গে পেঁচিয়ে পড়ে চারজন। এতে ঘটনাস্থলেই কাইয়ুম নিহত হন, এবং বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে তারেক পরে মৃত্যুবরণ করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর