দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা আসার পর দেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান ঘটেনি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে তিনি এই কথা বলেন।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা এবং পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনের সময় বাড্ডা থানায় তার কাছে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে যা বলা হয়েছে, সে সম্পর্কে মন্তব্য করতে চাই না। তবে, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে না।"
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন কি কোনো ধরনের জঙ্গিবাদ দেখছেন? কিছুই হয়নি। আল্লাহর সহায়তায় যদি সহযোগিতা করেন, তবে আমরা জনগণের সঙ্গে মিলে যেকোনো সমস্যা মোকাবেলা করবো।"
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, "গত ৫ আগস্টের পর দেশের পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। পুরোনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হচ্ছে, এবং ভবিষ্যতেও এ জন্য আমরা চেষ্টা করবো।"
তিনি বলেন, "শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট, তবে উন্নতির আরও অবকাশ রয়েছে। আমরা সবার সঙ্গে মিলে আরো ভালো করার লক্ষ্যে কাজ করবো।"
১৩১ বার পড়া হয়েছে