সর্বশেষ

সারাদেশ

ছেলের জন্মের এক ঘণ্টা পরেই দাফন হয় বাবা রনি সিকদারের

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল রনি সিকদার (২৬)।

তিনি অন্তঃসত্ত্বা স্ত্রী সুমি আক্তারের অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু পথেই একটি দুর্ঘটনার শিকার হন। মঙ্গলবার রাত ৮টায় মাত্র এক ঘণ্টা আগে ছেলের জন্ম নেওয়ার পর রনিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রনি সিকদারের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার শাহানশাহগঞ্জ ছোনাট গ্রামে। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সকালে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় এক ব্যাটারিচালিত অটোরিকশা উল্টো পথে চলতে থাকায় তাকে ধাক্কা দেয়, যার ফলে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রনি ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, রনির স্ত্রী সুমি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন এবং অস্ত্রোপচারের জন্য টাঙ্গাইলে তার গ্রামে যাচ্ছিলেন। রনির মৃত্যু সংবাদ পেয়ে সুমিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, এবং রাত ৮টা ১৫ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। পরবর্তীতে রাত ৯টার দিকে রনির জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপকমিশনার (সদর জোন) দ্বীন এ আলম বলেন, ‘রনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। স্ত্রীর সন্তান জন্মের খবরে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন, কিন্তু পথেই দুর্ঘটনায় তিনি মারা যান। রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন।’

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন