সাতক্ষীরার আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ ৯

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনির কাঁদাকাটি ইউনিয়নের মিত্রতেতুলিয়া গ্রামে বিষাক্ত মদপানে দুই তরুণের মৃত্যু হয়েছে।
পাশাপাশি, আরো ৯ যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, তাদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক হওয়ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত দুই যুবক হলেন, মিত্রথমেতুলিয়ার সোহারাব গাজীর পুত্র নাজমুল গাজী (২৫) এবং একই গ্রামের জাফর খাঁর পুত্র টিটু খাঁ (৩৩)। বুধবার (২ এপ্রিল) ভোরে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু ঘটে।
মদপানের এই ঘটনাটি ঘটেছিল ঈদের রাতে (গত সোমবার) আশাশুনি উপজেলার মোকামখালী স্লুইচ গেটের পাশে শ্মশানঘাট এলাকায়।
বাকী অসুস্থ যুবকদের মধ্যে রয়েছেন: ইকবাল, রবিউল, ইমরান, তুহিন গাজী, ফারুক হোসেন, লিপটন, আজিম শেখ, নাজমুল মোড়ল এবং নাসির। এদের সকলের বাড়ি কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ঈদের রাত (৩১ মার্চ রাত) তারা ১৫-২০ জন বন্ধু মিলে মোকামখালী স্লুইচ গেটের পাশে আনন্দ উল্লাস করতে গিয়ে মদপান করেন। পরদিন, নাজমুল, টিটু, ইকবাল, রবিউল, ইমরান, তুহিন গাজী, ফারুক হোসেন, লিপটন, আজিজ শেখ এবং নাসিরসহ ১১ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে নাজমুল ও টিটু গুরুতর অবস্থায় মারা যান, বাকী ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অবস্থার ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রসন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একজনের মৃত্যু হাসপাতলে ঘটেছে এবং অপরজন অন্য হাসপাতালে মারা গেছেন।
আশাশুনি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফিরোজ ঘটনাটি নিশ্চিত করে জানান, মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৩৩ বার পড়া হয়েছে